রাশিয়ার জনগণের উদ্দেশ্যে শোয়ার্জেনিগারের ভিডিও বার্তা

রাশিয়ার জনগণের উদ্দেশ্যে শোয়ার্জেনিগারের ভিডিও বার্তা

অনলাইন ডেস্ক :

হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনিগার রাশিয়ার জনগণের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। শুক্রবার (১৮ মার্চ) তার সেই ভিডিও বার্তা রাশিয়ার টুইটারে বেশ সাড়া ফেলে। এতে শোয়ার্জেনিগার রাশিয়ার জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন আক্রমণের বিষয়ে আপনাদেরকে ভুল তথ্য দেয়া হচ্ছে। টার্মিনেটর খ্যাত এই অভিনেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি সম্বোধন করে বলেন, আপনি এই যুদ্ধ শুরু করেছেন, এবং আপনিই তা বন্ধ করতে পারেন। ইউক্রেনে যুদ্ধের বিরোধিতাকারী রুশরা এ জনপ্রিয় মার্কিন অভিনেতা ও রাজনীতিকের হস্তক্ষেপের প্রশংসা করে। টেলিগ্রাম অ্যাপে রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ লেভ শলসবার্গ লিখেন, আর্নল্ড শোয়ার্জেনিগার যে কারো সঙ্গে সম্মান এবং সমতার ভিত্তিতে কথা বলার ক্ষমতা রাখেন। একটু শুনুন। একটু ভাবুন। বুঝুন। এছাড়া উদারপন্থী সাংবাদিক আন্তন ওরেখ টেলিগ্রামে বলেন, মার্কিন অভিনেতার বার্তায় ভুয়া রাশিয়া বিরোধিতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *