বিনোদন ডেস্ক :
‘পাক্কা কমার্শিয়াল’ নামের এক তেলেগু সিনেমার একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করছেন নির্মাতা মারুতি। এতে অভিনয় করছেন ভারতীয় তেলুগু সিনেমার অভিনেত্রী রাশি খান্না। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন গোপিচাঁদ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমাটির নির্মাতা একটি গানের জন্য খরচ করেছেন এক কোটি ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। গানে রাশি খান্নার সঙ্গে দেখা যাবে গোপিচাঁদকেও। অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সত্যরাজ, অনুসুয়া ভরদ্বাজ, রাও রমেশ, কিরণ তালাসিলা, সপ্তঘিরি, সাই কৃষ্ণা, রমণা রেড্ডি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন করম চাওলা। ইউভি ক্রিয়েশন্স ও জিএটু পিকচার্সের যৌথভাবে প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘পাক্কা কমার্শিয়াল’। তেলেগু ভাষার এ সিনেমা ২০২২ সালের ১৮ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে আরও পাঁচটি সিনেমায় কাজ করছেন রাশি খান্না। এরমধ্যে আছে তেলেগু ভাষার ‘থ্যাঙ্ক ইউ’। এতে তার বিপরীতে রয়েছেন নাগা চৈতন্য।