রিয়ালিটি শো‘য়ের মঞ্চ মাতালেন সানি

রিয়ালিটি শো‘য়ের মঞ্চ মাতালেন সানি

অনলাইন ডেস্ক :

অফ হোয়াইট বিকিনি টপস আর প্যান্ট, এক কাঁধে প্লিট করে বেঁধেছেন ওড়না, কোমরে জ্বলজ্বল করছে সোনালি রঙা বেল্ট- এমন পোশাকেই ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ মাতালেন সানি লিওন। রবিবারই শেষ হয়েছে স্টার জলসার এই ডান্স রিয়ালিটি শো-এর শুটিং পর্ব। প্রথমবার কোনো বাংলা রিয়ালিটি ডান্স শো-এর মঞ্চে হাজির হয়েছেন বলিউডের ‘বেবি ডল’। এই রিয়ালিটি শোতে বিচারকের আসনে ছিলেন টলিউডের হার্টথ্রুব দেব এবং মনামী ঘোষ। অন্যদিকে মহাগুরুর আসনে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। খুদে নৃত্যশিল্পীদের মন মাতানো পরিবেশনা শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার যাত্রা শেষের পালা। মন খারাপের মাঝেই মধুমিতা, অনীশদের মধ্য থেকে বিজয়ীর ট্রফি কার হাতে উঠবে তা জানতে উদগ্রীব দর্শক। এর মাঝে সানির উপস্থিতি নতুন এক চমক সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *