রুবিনা দিলাইকের নতুন স্টাইল ইন্টারনেটে তোলপাড়

রুবিনা দিলাইকের নতুন স্টাইল ইন্টারনেটে তোলপাড়

অনলাইন ডেস্ক :

রুবিনা দিলাইক হিন্দি টেলিভিশন জগতের পরিচিত একজন অভিনেত্রী। ২০০৮ সাল থেকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। অভিনেত্রী জি টিভির ‘ছোটি বাহু’ ও কালার্স টিভির ‘সাক্ষী- অস্তিত্ব কে অ্যাহেসাস কি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করার মাধ্যমে পরিচিত হয়েছেন দর্শকমহলে। এই দুটি ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লার সাথে ২০১৮ সালেই গাঁটছড়া বেঁধেছেন রুবিনা।

একজন ভালো টেলিভিশন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভীষণভাবে অ্যাক্টিভ রুবিনা। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। অভিনয়ের পাশাপাশি থেকে থেকেই একাধিক ফটোশুটে অংশগ্রহণ করে থাকেন তিনি। সেইসমস্ত ছবির ঝলক মেলে তার নেটমাধ্যমের পাতাতেই। সম্প্রতি তেমনই একটি ফটোশুটের একাধিক ছবি শেয়ার করেছেন রুবিনা।

সম্প্রতি আউটডোরে একটি ফটোশুট করেছেন রুবিনা দিলাইক। সেই ফটোশুটের একাধিক ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তার সেইসমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মাঝে। তারাও প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রীকে।

এই ফটোশুটে হালকা বেগুনি রঙের পোশাকে দেখা গিয়েছে রুবিনাকে। স্লিভলেস, ক্রপ টপে ও ঢিলেঢালা প্যান্টে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে কার্লিং করা ছিল। হালকা মেকাপে চোখে ছিল মানানসই রোদচশমা। নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন রুবিনা দিলাইক। তার এই নতুন লুক পছন্দ করেছেন অধিকাংশ নেটিজেনরাও। সম্প্রতি তার এই ছবি পৌঁছে গিয়েছে লাখো মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *