
অনলাইন ডেস্ক :
নাটকটির দৈর্ঘ্য ১০০ মিনিট। ব্যয়বহুল নির্মাণ। পরিচালক জাকারিয়া সৌখিনের দাবি সিনেমার আদলেই নির্মাণ করেছেন এটি। পরিচালকের কথায় আস্থা রাখা যায় এই কারণে যে, এর আগেও তিনি এমন ব্যয়বহুল, পরিশ্রমী ও পরিচ্ছন কাজ করেছেন।
তার এবারের নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটির নাম দিয়েছেন ‘রূপকথা’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব এই কাজটির জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করেছেন বলে জানান। অভিনেতা আশা করেন, এটি তার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে।
এতে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।
শুক্রবার (২৮ জুন) দুপুরে এটি উন্মুক্ত হয় সিএমভির ইউটিউব চ্যানেলে।