রেকর্ড গড়লো কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর্স কুরবানি’

রেকর্ড গড়লো কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর্স কুরবানি’

বিনোদন ডেস্ক :

দেশের জনপ্রিয় নাট্যপরিচালক কাজল আরেফিন অমি এবার রেকর্ডের খাতায় নাম লেখালেন।

মাত্র ৪ দিনে এক কোটি দর্শক দেখেছে ‘ব্যাচেলর্স কুরবানি’। এমন ঘটনা বাংলা নাটকের ইউটিউব ভিউর দিক থেকে বিরল। দর্শকদের এমন ভালবাসায় সিক্ত হয়ে পরিচালক অমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে তার নির্মিত ‘ব্যাচেলর্স রমজান’ ৬ দিনে এক কোটি ভিউ হয়েছিল, যেটি বাংলাদেশের ইউটিউব ভিউয়ের ক্ষেত্রে প্রথম। সেই রেকর্ড ভেঙে এখন ‘ব্যাচেলর্স কুরবানি’ নতুন রেকর্ড করলো।

কাজল আরেফিন অমি বলেন, দর্শকদের এই ভালবাসা আমাকে নতুন করে কাজ করার সাহস দেবে, শক্তি দেবে। আমি কথা দিচ্ছি, আমার কাজের প্রতি প্রচেষ্টা আরো দ্বিগুন বাড়িয়ে দিব। আপনারা এভাবেই পাশে থাকবেন, ভালবাসবেন সব সময়, ধন্যবাদ।

এছাড়া পরিচালক অমি অভিনন্দন জানান, ব্যাচেলর পয়েন্টের সকল আর্টিস্ট, প্রডিউসার, স্পন্সর, টিভি পার্টনার এবং তার টিমের সকলকে।

এই নাটক নিয়ে নির্মাতা অমির ২৪তম কন্টেন্ট কোটির মাইলফলক অর্জন করেছে। এছাড়া কাজল আরেফিন অমির আরও একটি নাটক ইউটিউব বাংলা কন্টেন্ট ট্রেন্ডিং এ আছে সেটি হল ‘গুডবাজ’! এই নাটকটিও দর্শকদের বেশ প্রশংসায় ভাসছে। এই নাটকের ভিউও কোটির ঘর ছাড়াবে খুব শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *