অনলাইন ডেস্ক :
ব্যাচেলর পয়েন্ট জ্বরে ইউটিউব এখন হরহামেশাই কাঁপছে। তিন পর্বের গণ্ডি ছেড়ে এখন ধুন্ধুমার গতিতে সিজন ফোরও ইউটিউব কাঁপাচ্ছে। মিলিয়ন ভিউ এখন হাতের তুড়ির ব্যাপার। তবে ব্যাচেলর পয়েন্টকেও ছাড়িয়ে গেছে একই তারকাদের অভিনয় করা বিশেষ নাটক ‘ব্যাচেলরন রমজান’। মাত্র ৬ দিনেই এক কোটি ভিউ অতিক্রম করেছে কাজল আরেফিন অমি’র নাটকটি। দাবি করা হচ্ছে, দেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে এত কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি। ঈদ উপলক্ষে ৬ মে রাত ৯টায় ধ্রুব টিভি নামক ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি।
এরপর মাত্র তিন ঘণ্টাতেই ১ মিলিয়ন বা ১০ লাখ ভিউর রেকর্ড গড়ে নাটকটি। এবার লাখ পেরুনোর গল্প ডিঙিয়ে কোটি ভিউতে পৌঁছে ব্যাচেলরস রমজান। নিজের গড়া এমন কীর্তিতে বেশ খুশি অমি। ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নাটকে ইতিহাসে দ্রুততম এক কোটি। এটা বলেই দেয় ব্যাচেলরস রমজানকে আপনারা কতোটা ভালোবেসেছেন।’