অনলাইন ডেস্ক :
কোভিডের ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতে ফের অসুস্থ হয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই খবরটি জানালেন তিনি। ২৮ বছর বয়সী পপ তারকা শুক্রবার (১০ জুন) ইনস্টাগ্রামে তিন মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে সাময়িক মুখের পক্ষাঘাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। রামসে হান্ট সিন্ড্রোমের কারণে এই সমস্যা হয়ে থাকে। এই রোগের কারণে শ্রবণশক্তি হ্রাস পায়। মুখের পক্ষাঘাত সাময়িক, তবে এর কারণে স্থায়ীভাবে ভুগতে হতে পারে।
ভিডিও বার্তায় বিবার দেখাচ্ছিলেন যে, তিনি ডান চোখের পলক ফেলতে পারছেন না এবং তার মুখের ডান দিকটি প্রায় অবশ হয়ে আছে। এছাড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আপডেট পোস্ট করে বিবার সেখানে লিখেন, ‘খাওয়া ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে যা অত্যন্ত হতাশাজনক, দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।’ চলতি বছর এ নিয়ে দুইবার বড়সড় শারীরিক অসুস্থতায় পড়লেন কানাডিয়ান এই শিল্পী। এর আগে, কোভিডে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত শো করেননি তিনি। এছাড়াও বছরের শুরুতে তার স্ত্রী হেইলিকে মস্তিষ্কে ছোট রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি করানো হয়।