অনলাইন ডেস্ক :
দক্ষিণী সিনেমার সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ও ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। আনুষ্ঠানিকভাবে গত ৯ জুন বিয়ে করেন তিনি। বিয়ের পর বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বিশেষ প্রতিবেদনে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বলা হয়েছে, স্বামীর সঙ্গে সময় কাটানোর জন্য বিরতি নেবেন নয়নতারা। এখানেই শেষ নয়, এখন থেকে আর রোমান্টিক দৃশ্যে দেখা যাবে না বলেও সূত্রের বরাতে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে, নয়নতারা বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন। তামিল সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের নির্মাণ এটি। অ্যাকশনধর্মী এই সিনেমায় যে রোমান্টিক দৃশ্য নেই, সেটা বলাই যায়।