
অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি বোমা ফাটান। জুলাই মাসে লন্ডন থেকে টুইটারে কিছু ছবি পোস্ট করেন মোদি।
সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সাম্প্রতিক দুটি ছবি আর অতীতে তোলা দুটি ছবি দিয়ে লেখেন, পরিবারের সঙ্গে দুর্দান্ত একটা সফর শেষে মাত্রই লন্ডনে ফিরলাম। ব্যাপক আলোচনার মধ্যে সম্পর্কের কথা স্বীকার করে নিতে বাধ্য হন সুস্মিতাও। তবে এনডিটিভির খবর বলছে, ললিত মোদি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সুস্মিতা সেনের ছবি সরিয়েছেন। এছাড়া বায়োতে থাকা সুস্মিতার নামও পরিবর্তন করেছেন। এতে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ললিত মোদির ইনস্টাগ্রামে ভিন্ন ছবি দেখা গেছে। এছাড়া বায়োতেও নেই সুস্মিতার নাম। কয়েকটি প্রতিবেদনে সম্পর্ক ইতোমধ্যে ভেঙে গেছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। যদিও ললিত মোদি কিংবা সুস্মিতা সেন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।
