অনলাইন ডেস্ক :
দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ছেলে রাজিব আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন রোববার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তিনি করোনায় আক্রান্ত। ১৪ জুলাই করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। ১৫ জুলাই রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ১৬ জুলাই ফকির আলমগীরকে এক ব্যাগ প্লাজমা দেয়া হয়। তারপর অনেকটা ভালোই ছিলেন শিল্পী। কিন্তু রোববার আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।