অনলাইন ডেস্ক :
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে হাজির হন শ্রুতি হাসান। ইনস্টাগ্রামে তার লাইভ চ্যাটের বিষয় ছিল ‘আস্ক মি এনিথিং’। অর্থাৎ এই অভিনেত্রীকে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। এই সময় এক ভক্ত তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চায়। জবাবে শ্রুতি বলেন, ‘সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব। এটা ২০২১, বিশ্বে অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ।’
তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তারা কবে বিয়ে করছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন তারা। তেমনই শ্রুতি হাসানকে কাছে পেয়ে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন এক অনুরাগী। যদিও এমনটা প্রথম নয়। এর আগেও বহুবার শ্রুতি হাসানকে তার বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন অনুরাগীরা। তখনও বুদ্ধিদীপ্ত উত্তরে প্রশ্নকর্তাকে কাত করেছিলেন এই অভিনেত্রী।
বিখ্যাত অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার বড় মেয়ে শ্রুতি হাসান। সে সূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা অভিনয়ের আঙিনাতে। তবে শ্রুতি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন গানের ভুবনে। আর তাই বড় পর্দায় বাজিমাত করলেও গানের নেশা দূর হয়নি তার। সুযোগ পেলেই সংগীত ভূবনেও বিচরণ তার। দক্ষিণের সুপারহিট ‘চাচী ৪২০’ সিনেমার গানেও কন্ঠ দিয়েছেন তিনি।
চলতি বছর শ্রুতি অভিনীত ‘ক্র্যাক’ ও ‘বাকীল সাব’ সিনেমা দু’টি মুক্তি পেয়েছে। এছাড়াও ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীলের পরিচালনায় ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে পর্দা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, প্রথমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার। এ মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে জন আব্রাহামের সঙ্গে ‘রকি হ্যান্ডসাম’ ছবিটি। এই ছবিটি দিয়ে বলিউডে শ্রুতির অবস্থান মজবুত হবে বলে দাবি বলিউড সমালোচকদের।-আরটিভি অনলাইন।