
অনলাইন ডেস্ক :
ফকির লালনের গানে নতুন চমক নিয়ে এলো ‘কোক স্টুডিও বাংলা’। গানের শিরোনাম ‘সব লোকে কয়’। গতকাল মঙ্গলবার (২১ জুন) ছিল বিশ্ব সংগীত দিবস। এ দিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে গানটি। এটি করা হয়েছে বাংলার সাধক লালন ফকির ও প্রাচীন ভারতের কবি কবীর দাসের গানের সমন্বয়ের। এরমধ্যে লালনের ‘সব লোকে কয়’ এবং কবীরের ‘কবীরা কুয়া এক হ্যায়’। কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু ও মুর্শিদাবাদী। কোক স্টুডিও জানিয়েছে, ‘সব লোকে কয় গানটি উৎসর্গ করা হয়েছে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার প্রতি। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, মানুষ সব সময় একটি অভিন্ন চেতনার অংশ হয়ে থেকেছে। মরমী কবি ফকির লালন শাহ ও কবীর দাস সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ভিন্ন সময়ে বসবাস করেও তারা একই কথা বলে গেছেন। তারা মানুষের সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করতেন।’ গানটির সঙ্গে পিয়ানো বাজিয়েছেন এই আয়োজনের সংগীত পরিচালক অর্ণব। এছাড়া পান্থ কানাইয়ের ড্রামস, অদিতের কি-বোর্ড ও একতারা, জালালের বাঁশি’সহ অন্য যন্ত্রশিল্পীদের বাজনা এবং কোরাস পরিবেশনা গানটিতে ভিন্ন মাত্রা দিয়েছে।