অনলাইন ডেস্ক :
কেউ অসম্মান করলে যেমন দুঃখবোধ হয়, তেমনি কেউ সম্মান করলে আনন্দ লাগে। উৎসবের তৃতীয় দিন কান কর্তৃপক্ষ আমাকে, আমার কমরেডদের প্রথমবারের মতো সম্মান দেখিয়ে লাল গালিচায় হাঁটার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এমনিতে ওরা মূল প্রতিযোগিতার বিচারকদের লাল গালিচায় নিয়ে যায়, কিন্তু এবারই প্রথম বলয় ভাঙল এবং প্যারালাল সেকশনের জুরিদের সম্মান দেখানো হলো। মনে হয়, কান শুরুর পর এবারই প্রথম। ১৯৪৯ সাল থেকে ফরাসি রিভিয়েরার ধারে ধারাবাহিকভাবে হয়ে আসছে এই উৎসব। যদিও ১৯৩৯ সালে, মুসোলিনির ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালের জবাবে সূচনা হয়েছিল কান উৎসবের, তবে যুদ্ধের কারণে তাতে ছেদ পড়ে। লাল গালিচার সংস্কৃতি এসেছে তারও আগে, যুক্তরাষ্ট্রে, বিশ শতকের একেবারে গোড়ার দিকে। তখন লাল গালিচা লোকজনকে পথ দেখানোর কাজ করলেও, বছর কুড়ির ভেতর লালরঙা গালিচা চলে যায় চলচ্চিত্রের দখলে। রুপালি জগতের যেকোনো অনুষ্ঠানে এই গালিচার মাধ্যমে সম্মান জানানো পরিণত হয় রেওয়াজে।
তৃতীয় দিন আমাদের সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন ঐশ্বরিয়া রায়। তার মাথার ওপর কমপক্ষে আড়াই ফুট উঁচু ও ছড়ানো ঢেউ খেলানো কলার, অথচ কি সাবলীল ভঙ্গিতে তিনি ক্যামেরার সামনে হাঁটছেন। খুব কঠিন কাজ। সার্কাসে যারা দড়ি খেলা দেখান, তারা জানেন ভারসাম্য রেখে বিনোদন দেওয়া কতটা কঠিন। আমরা ঢোকার পর গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রবেশ করেন জুলিয়া রবার্টস। প্রিটি উইম্যান এখনো মোহনীয়। এরপর প্রিমিয়ার হয় কানের মূল প্রতিযোগিতায় থাকা ছবি, জেমস গ্রে পরিচালিত ‘আরমাগেডন টাইম’। মার্কিন দেশে রিগানের আমলে বর্ণবিদ্বেষের কালে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ দুই কিশোরের বন্ধুত্ব নিয়ে ছবি। পলের চরিত্রের সঙ্গে ত্রুফোর দোয়ানেলের চরিত্রের কিছুটা মিল পাওয়া যায়, বিশেষ করে যখন সে স্কুল থেকে কম্পিউটারের একটি অংশ চুরি করে। এ ছাড়া টিপিক্যাল হলিউড মুভি, মেপে চিত্রনাট্য করা।
রাত নয়টায় ছবি শেষের পর হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ সারা দিন এই টাক্সিডো স্যুট পরে থাকা আমার জন্য বিরাট শাস্তি। সকালের স্ক্রিনিংয়েও এই আনুষ্ঠানিক পোশাক পরে আসতে হয়েছে, কারণ মাঝে কান থেকে ভ্যালুরিতে ফিরে পোশাক পরিবর্তন করে আবার ফিরে যাওয়ার সুযোগ নেই। সকালে সাল মিরামারে দেখেছি ‘আলমা ভিভা’, পরিচালক ক্রিসটেল আলভস মেরিয়া। পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামের যৌথ প্রযোজনার ছবিটি এবারের ‘সমালোচক সপ্তাহে’র প্রতিযোগিতায় আছে। পর্তুগালের এক প্রত্যন্ত গ্রামে শহরে বড় হওয়া বালিকা সালোমির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে দিদিমার। বৃদ্ধা মারা যাওয়ার পর পরিবারে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত নানা সংকট কাটিয়ে সালোমির পরিবার বৃদ্ধাকে কবর দিতে পারে। তবে সালোমির অন্ধ মামা দান্তের সংলাপগুলো বেশ দার্শনিক। যেমন তিনি বলেন, স্মৃতি হলো শয়তানের পুরীষ। নারীদের নিয়ে তার মন্তব্য: আগে হোক বা পরে, প্রত্যেক স্বাধীন নারীকেই ডাইনি ডাকা হয়। ছবিটির বয়ানে একধরনের ভয় ও জাদুময়তা আছে।
একই প্রেক্ষাগৃহে দেখেছি ফিনল্যান্ডের পরিচালক মাইকো মিলালাটির ‘দ্য উডকাটার স্টোরি’, পরিচালকের এটাই প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। পেপে নামের এক মধ্যবয়স্ক মানুষের জীবনের উত্থান ও পতনের গল্প, এই ছবি বলে, আশা-নিরাশা ও কৌতুকের মাধ্যমে। ফিনিশ ডার্ক ফেইরিটেইল বা কৃষ্ণ রূপকথার এমন বয়ান আরেক ফিনিশ পরিচালক আকি কারিসমাকির ভেতরে দেখা যায়। তরুণ পরিচালক মাইকো কিছুটা কারিসমাকি প্রভাবিত বলেই বোধ হয়।
এসব ছবি দেখার ফাঁকে ফাঁকে দুপুরের খাবার সেরে নিই, তা-ও হাঁটতে হাঁটতে। এক স্ক্রিনিং থেকে আরেক স্ক্রিনিংয়ে যেতে যেতে। ছবি দেখা শুধু নয়, সে সম্পর্কে নোট নেওয়া এবং চিন্তা করা, কেন ছবিটি দুর্বল বা এর সবলতার জায়গাটি কোথায়, সেগুলোও করি। চিন্তার এই প্রক্রিয়া আমি উপভোগ করি, আর পাশে যদি থাকে নীল সাগরের দৃশ্যপট, তাহলে তো কথাই নেই।
আজ স্যামন ফিশ দিয়ে বানানো স্যান্ডউইচ চিবুতে চিবুতে ভাবছিলাম, এক টেলিভিশন স্টেশনে আমি সিনেমাবিষয়ক অনুষ্ঠানের স্ক্রিপ্ট লিখতাম, উপস্থাপনা করতাম একটি অংশও। তো সেই স্টেশনের এক কর্মকর্তা একবার আমার সামনেই, আমার অনুষ্ঠান প্রযোজককে বেশ মাস্টারের ভঙ্গিতে জিজ্ঞেস করেছিলেন, বলেন তো ‘কান’ বানান কি? প্রশ্নের কিছুটা আমার দিকেও ছুড়ে দেওয়া হয়েছিল। কান টানলে যেমন মাথা আসে, কানে আছি বলেই হয়তো কানসংক্রান্ত স্মৃতিরাও আসে।
তথ্যসূত্র ও কার্টেসী: বিধান রিবেরু (সংবাদ প্রকাশ)।