অনলাইন ডেস্ক :
ঘোষণা আগেই দেয়া ছিল। আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি আইপিএলের ফাইনালের মাঝেই মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ছবির ট্রেলার। আগে আগপিছ হলেও এবার যেমন কথা তেমন কাজই হয়েছে। গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের খেলার মাঝেই মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা’র ট্রেলার। এক সাধারণ মানুষের অসাধারণ জার্নির গল্প নিয়েই আসছে সিনেমাটি। ট্রেলারের ঝলক দেখেই মুগ্ধ বনে গেছেন আমির খানের ভক্তরা। অনেকেই ট্রেলারের ঝলক দেখেই আমির খানের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার ছবিটির মুক্তির তারিখ বারবার পিছিয়ে যাওয়ার পর, চুড়ান্ত মুক্তির খবরে উল্লাস প্রকাশ করছেন। এখন পর্যন্ত ট্রেলারটি দেখেছেন প্রায় দেড় কোটি মানুষ। সাথে দেখার হারও জ্যামিতিক হারে বাড়ছে। চলতি বছরের ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে লাল সিং চাড্ডা। আমির খান প্রোডাকশনসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও ‘লাল সিং চাড্ডা’ ছবির ট্রেলার পোস্ট করা হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আমির খান এবং কারিনা কাপুর খানকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। এই ছবির এক বিদেশি সিনেমা ফরেস্ট গাম্পের অফিশিয়াল রিমেক।