অনলাইন ডেস্ক :
অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী তারা সুতারিয়া অভিনীত নতুন সিনেমা ‘হিরোপন্তি ২’-এর অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সিনেমাটিতে খল চরিত্রে দেখা মিলবে এই অভিনেতাকে। এতে তার চরিত্রের নাম ‘লায়লা’।
জানা গেছে, ঈদুল ফিতরে উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ‘হিরোপন্তি ২’। ইতোমধ্যেই সিনেমাটির প্রচার শুরু করে দিয়েছেন নওয়াজুদ্দিন। ‘হিরোপন্তি ২’-এ নওয়াজুদ্দিন অভিনীত ‘লায়লা’ চরিত্রটি মেয়েলি স্বভাবের। এর আগেও খল চরিত্রে এই অভিনেতাকে দেখা গেলেও এবার একেবারেই ভিন্নভাবে পর্দায় দেখা যাবে তাকে।
এ বিষয়ে নওয়াজুদ্দিন জানিয়েছেন, ‘হিরোপন্তি ২’- এ লায়লা এমন একটি চরিত্র যাকে আগে থেকে অনুধাবন করা সম্ভব নয়। সবসময় এরকম চরিত্রের খোঁজেই থাকেন তিনি। যখন পরিচালক আহমেদ খান ‘লায়লা’-র চরিত্রটি নওয়াজকে অফার করেন একবারের বেশি ভাবেননি তিনি। তবে সিনেমাটির শুটিং শুরুর পর নওয়াজুদ্দিন বুঝতে পারেন কাজটা কতোটা চ্যালেঞ্জিং তার জন্য।