শপিংজোন বিডি’র মহতি উদ্যোগ

শপিংজোন বিডি’র মহতি উদ্যোগ

বাবুল হৃদয় :

শপিংজোন বিডি’র নতুন গার্মেন্টস-্ শুভ উদ্বোধন উপলক্ষে ছয় শত এতিম, অনাথ, অসহায়দের ও রিকশা চালকের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার, ৪ মার্চ দুপুরে আদাবরে শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘শপিংজোন বিডি’র নিজস্ব গার্মেন্টস কারখানা উদ্বোধন উপলক্ষে এই মহতি আয়োজন করেছেন ‘শপিংজোন বিডি’।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার তানজিনা ইসলাম শরমি ও দেলোয়ার হোসেন রুবেল, বিজনেস বাংলাদেশ- এর হেড অব নিউজ বাবুল হৃদয়, শপিংজোন বিডি’র উপদেষ্টা ‘এয়াকুব বাদশা’ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিগণ ।

মহতি এই উদ্যোগ নিয়ে তানজিনা ইসলাম শরমি বলেন, ‘গতকাল ৩ মার্চ ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আমার স্বামী দেলোয়ার হোসেন রুবেল আমার কাছে জানতে চেয়েছিল এবারের বিবাহ বার্ষিকীতে তুমি কি উপহার চাও, আমি তখন ওকে বলেছি আমাদেন নতুন গার্মেন্টস শুভ উদ্ভোধনিতে এতিম-ও অসহায়দের মাঝে খাবার বিতরন করতে চাই আর মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করতে চাই। সেই কথা মতো আজ এই আয়োজন । ৬শত এতিম, অনাথ ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করলাম। সবাই দোয়া করবেন, সামনে যেন আরো বেশি লোকের খাবার ও সহযোগিতা করতে পারি।’
জানাগেছে, শিশুদের সেবায় নতুন এই গার্মেন্টসে শিশুদের পোশাক তৈরি হবে।

উলেখ্য, অনলাইনে সফলতার পর মোহাম্মদপুর, রিং রোড অফলাইনে শপিংজোন বিডির পোশাক বিক্রি হচ্ছে। ন্যায্য মূল্যে মানসম্পন্ন, টেকসই পোশাক অনলাইনের পাশাপাশি এখন অফরাইনে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *