অনলাইন ডেস্ক :
চলতি মাসের ৪ তারিখ দূরবীনের ১৭ বছর পূর্তি উপলক্ষে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছেন সৈয়দ শহীদসহ ব্যান্ডের সদস্যরা। এরমধ্যে ‘জলের ভেতর’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ হতে চলেছে তাঁর। এ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন। এর ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা।
আর ভিডিওতে পারফরমও করেছেন শহীদ। তাঁর সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শ্রাবন্তী সেলিনা। গানটি প্রসঙ্গে শহীদ বলেন, কথা, সুর ও সংগীতায়োজন- সবমিলিয়ে একটা ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। একটা দরদ রয়েছে।
সেটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে।