অনলাইন ডেস্ক :
শাকিব-অপুর বিয়ে নিয়ে ঢাকাই সিনেমায় কাদা ছোড়াছুড়ি কম হয়নি। ভক্তকূল থেকে সংবাদমাধ্যম, সব জায়গায় এই ইস্যুতে চলেছে তুমুল কানাঘুষা।
বিষয়টি দীর্ঘদিন চাপা থাকলেও ফের এটি নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনার সৃষ্টি করলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৮ সালে সুপারস্টার শাকিব খানকে বিয়ে করার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে মনে করেন এই জনপ্রিয় নায়িকা। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অপু জানান, শাকিবের সঙ্গে বিয়েটা না হলেই ভালো হতো তার। নতুন সিনেমার প্রচারে কলকাতায় গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়েটা না হলেই ভালো হতো। এত দ্রুত বিয়ে, বাচ্চা; সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হতো।’ তবে জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনা হিসেবে তিনি মা হওয়াকে বেছে নিয়েছেন। বিয়ে ভুল করে হলেও মা হওয়ায় দারুণ খুশি এই অভিনেত্রী।