বিনোদন ডেস্ক :
দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নতুন গান নিয়ে আসছেন। রোমান্টিক ধাঁচের এই গানটি গেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার জন্য। গানটি শ্রোতাপ্রিয় হওয়ার বিষয়ে আশাবাদী হাবিব। সরকারি অনুদানের নির্মিত্ব ‘গলুই’ সিনেমার জন্য গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। ‘গলুই যেমন নদীর বুকে জলের পথ আকেঁ, তেমনি আমি পাশে রবো তোমার প্রেমের ডাকে’ এমনই কথায় গানটি লিখেছেন নাট্য পরিচালক, চিত্রনাট্যকার, ও গীতিকার সোহেল আরমান। জানা গেছে, গানটিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী জেরিন। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।