অনলাইন ডেস্ক :
ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন তিনি। গত বুধবার (১৭ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।
এ সময় তাকে গণমাধ্যমকর্মীরা জিজ্ঞাসা করে দেশে ফিরে কেমন লাগছে? জবাবে এই নায়ক বলেন, ‘আমি খুব এক্সাইটমেন্ট।’ ব্যাস এরপরই শুরু হয় সমালোচনা। শাকিবের ভুল ইংরেজি নিয়ে এখনো সরগরম নেটমাধ্যম। শাকিবের এই ভুল ইংরেজি মানতে পারছেন না নেটজনতার একাংশ। তাদের প্রশ্ন- এতদিন আমেরিকায় থেকেও ভুল ইংরেজি বলছেন শাকিব? তাকে নিয়ে নানাভাবে ট্রল করছেন। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন-‘শাকিব খানের ইংরেজি নিয়ে আপনারা যারা হাসছেন, কেন শাকিব খানকে একদম অসাধারণভাবে ইংরেজি বলতে পারতে হবে? একজন বিদেশি নাগরিক যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন সেটা আপনাদের কাছে কিউট লাগে। আর শাকিব খান বা যেকোনো তারকা ভুল কিছু বললেই আপনারা তাকে নিয়ে ট্রল করেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়।’