অনলাইন ডেস্ক :
শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার টিজার ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয়। সেই সঙ্গে শাকিব খান ও পূজা চেরির অফিসিয়াল ফেসবুক পেজেও টিজারটি মুক্তি পেয়েছে।
এ সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। শাকিব-পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, আজিজুল হাকিম ও সমু চৌধুরীসহ আরো অনেকে।
১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে উঠে এসেছে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ইত্যাদি সম্পর্কিত সিনেমাটির সংক্ষিপ্ত চিত্রনাট্য।
আসন্ন ঈদেই মুক্তি পাবে সরকারি অনুদানের ছবি ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com