অনলাইন ডেস্ক :
এম রহিম পরিচালিত সিনেমা ‘শান’ ঈদে মুক্তির অপেক্ষায়। মুক্তির অপেক্ষায় গোনা ‘শান’ এর কলাকুশলীরা নেমেছেন ব্যতিক্রমী এক প্রচারণায়। দেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এ ঝুলছে ‘শান’ ছবির বড় পোস্টার।
এছাড়া যমুনা ফিউচার পার্কে প্রবেশমুখে দেখা যায় দেয়ালজুড়ে সিয়াম-পূজা অভিনীত বড় বাজেটের সিনেমা ‘শান’ এর পোস্টার।
গেল ডিসেম্বরে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ এর ট্রেলার প্রকাশের পর হৈচৈ পড়ে যায়। এতে অ্যাকশন হিরো হিসেবে হাজির হন নায়ক সিয়াম। আড়াই মিনিটের ট্রেলারে দেখা যায় মার মার কাট কাট অবস্থা! তখন থেকে ‘শান’ নিয়ে আলোচনা একটু বেশি হতে থাকে।
‘শান’ এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। সিয়াম-পূজা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।