অনলাইন ডেস্ক :
এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম-পূজা অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘শান’। এই ছবিটির ‘চলো পাখি হই’ শিরোনামের গানটির আংশিক প্রকাশিত হয় আগে। সে সময় পুরো গান প্রকাশ না হওয়ায় অনেকেই আশাহত হয়েছিলেন। এবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ করা হলো ‘চলো পাখি হই’ গানটির ফুল ভার্শন।
প্রসেনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটি গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছল। ‘শান’ ছবির পরিচালক এম রাহিম জানালেন গানটি মূলত ‘শান’ এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার।
পরিচালক আরও জানালেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কন্টেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই নববর্ষের দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেয়া।