শাহরুখের চরিত্রে ক্রিকেটার আশরাফুল!

শাহরুখের চরিত্রে ক্রিকেটার আশরাফুল!

অনলাইন ডেস্ক :

বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটির অনুকরণে বাংলাদেশে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হয়েছে। বিজ্ঞাপনচিত্রে শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করেছেন ক্রিকেটার আশরাফুল আর কাজলের ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তবে এই বিজ্ঞাপনে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র দৃশ্যটির চরিত্র দুটিকে উল্টে দেয়া হয়েছে। বিজ্ঞাপনচিত্রে সারিকা ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়েছেন আর তার দিকে ছুটে আসছেন আশরাফুল। সারিকার হাত ধরার আগেই আশরাফুলের হাতে একটি পানির বোতল ধরিয়ে দেন ফুড ভ¬গার রাফসান। সেই বোতল পেয়ে তৃষ্ণা মেটাতেই মগ্ন হয়ে যান আশরাফুল। শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত। এবারের কাজটি একটু বেশি রোমাঞ্চকর ছিল বলে জানান তিনি। তিনি বলেন, বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মুনতাসির আকিব। গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন তৌকির রহমান ও রেহানুর রহমান। ফাইন ড্রিংকিং ওয়াটারের বিজ্ঞাপনচিত্রটি এখন প্রচার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *