অনলাইন ডেস্ক :
বলিউড কিং খান শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। আর এই সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হাকাচ্ছেন বিজয়। টলিউড ডটনেটের এক খবরে জানা যায়, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করবেন অভিনেতা বিজয় সেতুপতি। এতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সাধারণত বিজয় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু শাহরুখের এ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটি রুপি করেছেন। ইতিমধ্যে ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বিজয়।