শাহরুখের নতুন সিনেমাতেও থাকছে দীপিকা

শাহরুখের নতুন সিনেমাতেও থাকছে দীপিকা

অনলাইন ডেস্ক :

‘ফ্যান’ সিনেমার পর দীর্ঘ চার বছর বিরতির পর ফের সুখবর দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। অবশেষে জানা গেলো, তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ‘পাঠান’ সিনেমার পর অ্যাকশনধর্মী ‘জওয়ান’ সিনেমাতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তবে এ সিনেমায় নায়িকা হিসেবে নয়, দীপিকা থাকছেন অতিথি চরিত্রে। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের একটি সূত্র। শাহরুখ তখন হায়দরাবাদে ছিলেন। সেখানে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটের ফাঁকে দীপিকার সঙ্গে এই মিটিং সেরেছেন কিং খান। দীপিকা ছাড়াও অন্য একজন জনপ্রিয় অভিনেতা এ সিনেমায় যুক্ত হওয়ার কথা আছে। যদিও এ প্রসঙ্গে এর চেয়ে বেশি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। দীপিকা সম্প্রতি শাহরুখ খান ও পরিচালক অ্যাটলির সঙ্গে আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। ভরপুর চমক দিয়ে দীর্ঘ চার বছর পর বলিউড বাদশাহ ফিরছেন। শাহরুখের তিন সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৩ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *