অনলাইন ডেস্ক :
শাহরুখ খানের বিরুদ্ধে ফের চরিত্র নকলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর রূপালী পর্দায় ফিরলেও সমালোচনাকে পাশ কাটাতে পারেননি বলিউড বাদশা। সম্প্রতি প্রকাশ হয় শাহরুখের নতুন ছবি জাওয়ানের ফার্স্ট লুক। যেখানে ব্যান্ডেজ করা অবস্থায় বেশ ভয়ংকর রূপে দেখা যায় কিং খান’কে। কিন্তু সমালোচকরা বলছেন, শাহরুখের ওই পোস্টারের সঙ্গে নব্বই সালে মুক্তি পাওয়া ছবি ডার্কম্যানের লিয়াম নিসনের চেহারার মধ্যে অদ্ভুত মিল রয়েছে। এনিয়ে টুইটারে ক্ষেপেছে ভারতীয়রা। আবার অনেকের ধারণা কিং খানের জাওয়ান সিনেমাটি ডার্কম্যানের হিন্দি রিমেক।