শাহরুখের সঙ্গে প্রথম যে স্মৃতি ভুলতে পারেননি সানি লিওন

শাহরুখের সঙ্গে প্রথম যে স্মৃতি ভুলতে পারেননি সানি লিওন

অনলাইন ডেস্ক :

নীল সিনেমা থেকে বলিউডে আসায় শুরুর দিকে বেশ সমালোচনার মুখোমুখি হতে হলেও নিজের অভিনয় দিয়েই সকল সমালোচনার উত্তর দিয়েছিলেন সানি লিওন। বিশেষ করে আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন সানি।

বলিউড ক্যারিয়ারের শুরুর দিকেই শাহরুখ খানের ‘রইস’ সিনেমার আইটেম গান ‘লায়লা ও লায়লা’-তে কোমর দুলিয়ে দর্শকের নজর কাড়েন সানি লিওন। সেই গানে তার সঙ্গী হয়েছিলেন শাহরুখ। সেটে গিয়ে প্রথমবারের মতো শাহরুখের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটি আজও ভুলতে পারেননি এই আইটেম কন্যা। মনে একরাশ আফসোস নিয়ে আজও বয়ে বেড়াচ্ছেন সেই স্মৃতি। শাহরুখ খানের সঙ্গে যারা কাজ করেছেন, তাদের প্রত্যেকেই বলিউড বাদশার ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার সৌজন্যবোধ সহকর্মীদের কাছে প্রশংসার দাবিদার। শাহরুখে মুগ্ধ অনুরাগীদের সেই তালিকায় রয়েছেন সানি লিওন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি সেট থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় শাহরুখের সঙ্গে মুখোমুখি দেখা হয়। তাকে বলেছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই গানের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। জবাবে শাহরুখ বললেন, ‘না! আপনাকে পেয়ে আমরা খুশি।’ তার এই কথায় আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *