
অনলাইন ডেস্ক :
পরনে কালো শার্ট, কালো জ্যাকেট, কালো ট্রাউজার। চোখে কালো রঙের রোদচশমা। মুম্বই বিমানবন্দরে হাজির শাহরুখ। বাদশাকে সামনে দেখে পাপারাজ্জিদের হইচই। একের পর এক ছবি তোলা শুরু। ঠিক এই সময়ই শাহরুখ এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে অনুরাগীরা একেবারে মুগ্ধ! বলিউডের বাদশা হয়েও, তিনি যে একেবারেই মাটির মানুষ, তার প্রমাণ দিলেন এসআরকে।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে নিরাপত্তা অফিসারের সামনে সমস্ত পরিচয়পত্র দেখাতে ব্যস্ত শাহরুখ। ধৈর্য ধরে পুলিশ ভেরিফিকশনের সমস্ত প্রক্রিয়া শেষ করলেন শাহরুখ। মিষ্টি হাসলেন অফিসারকে দেখে। এসআরকের এমন ভিডিও দেখেই আপ্লুত তার অনুরাগীরা। নেটিজেনদের কথায়, একেই বলে সুপারস্টার। একেই বলে ‘জওয়ান’ হৃদয়।