
অনলাইন ডেস্ক :
জওয়ান’র অ্যাকশন ছেড়ে আবারও রোমান্টিক মুডে ফিরলেন শাহরুখ খান। আসন্ন সিনেমা ‘ডানকি’র প্রথম গানে তাপসী পান্নুর প্রেমে ‘লুট পুট’ খাচ্ছেন বলিউড বাদশা! বুধবার (২২ নভেম্বর) অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘লুট পুট গ্যায়া’ শিরোনামের গান প্রকাশ পেয়েছে।
নতুন গানে শাহরুখ-তাপসীর রসায়নে মুগ্ধ ভক্তরা।
এদিকে, বক্স অফিসে ফিরেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। দু’টি সিনেমাই হাজার কোটি টাকার বেশি আয় করেছে। এবার ‘ডানকি’র পালা।