শাহরুখ, সালমানদের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন যশ

শাহরুখ, সালমানদের সঙ্গে তুলনা নিয়ে যা বললেন যশ

অনলাইন ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা যশ ইতোমধ্যে ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। ২০১৮ সালের ব্লকবাস্টার হিট ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার মাধ্যমে তার এই খ্যাতি। কদিন পরই মুক্তি পাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

অনেকদিন ধরেই এটি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে অবস্থান ধরে রেখেছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে সিনেমাটি। এসব কারণে অনেকেই যশকে তুলনা করছেন ভারতীয় সিনেমার সুপারস্টারদের সঙ্গে। এমনকি বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ভাইজান সালমান খানের সঙ্গেও তুলনা শুরু করে দিয়েছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে এবার এক সাক্ষাৎকারে যশ নিজেই বলেন, সিনেমা জগতে কোনো কিছুই স্থায়ী নয়। আমি বলতে চাই, তারা (শাহরুখ খান ও সালমান খান) সুপারস্টার এবং তাদের অসম্মান অথবা তাদের সঙ্গে তুলনা ঠিক না। তাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি অভিনেতা হয়েছি। তারা ইন্ডাস্ট্রির স্তম্ভ। ‘কেজিএফ’ মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে এর অ্যাকশনধর্মী সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে মুক্তি দেয়া হয়েছিল। ফলে পুরো ভারতে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

দ্বিতীয় পর্ব নিয়েও হিন্দি ভাষাভাষীদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে। এটা সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা পুরো ভারতের দর্শকের জন্য একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম। আমি চাই প্রতিটা সিনেমায় পুরো ভারতের জন্য তৈরি হোক, কোনো হিন্দি অথবা কন্নড় সিনেমা হিসেবে নয়। এস এস রাজামৌলি স্যার এটি শুরু করেছেন এবং আমরা তা অব্যাহত রেখেছি। আশা করছি এরকম আরো সিনেমা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *