
অনলাইন ডেস্ক :
বলিউডের দুই কিংবদন্তি তারকা শাহরুখ খান ও সালমান খান— দুজনেরই বয়স এখন ৫৯, তবুও তাদের সিনেমার জন্য দর্শকদের উন্মাদনা কমেনি। সম্প্রতি ভারতীয় জ্যোতিষী সুশীল কুমার সিং এক সাক্ষাৎকারে তাদের ভবিষ্যৎ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।
তার মতে, শাহরুখ খানের সময় ২০২৭ পর্যন্ত ভালো কাটবে, তবে সালমান খানের ভাগ্য ২০২৫-২০২৭ সালের মধ্যে ক্রমশ খারাপের দিকে যাবে। সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি তিনি করেন তাদের আয়ু নিয়ে। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, শাহরুখ ও সালমান দুজনই একই বছরে, ৬৭ বছর বয়সে মারা যাবেন। বিশেষ করে সালমান খান গুরুতর এক রোগে আক্রান্ত হতে পারেন বলে তিনি ইঙ্গিত দেন।
শাহরুখ খান ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেন। অন্যদিকে, সালমান খান এখনো ব্লকবাস্টার হিটের জন্য অপেক্ষায়। তিনি বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার কাজে ব্যস্ত, যা আসন্ন ঈদে মুক্তি পাবে। জ্যোতিষীর এ ধরনের ভবিষ্যদ্বাণী ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।