অনলাইন ডেস্ক :
ফ্যাশন হাউজ ইজি পুরুষদের এক্সক্লুসিভ কালেকশনে সব সময় এগিয়ে। তাই এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে নতুন সাজে। এবাবের বিশেষ আয়োজনে রয়েছে রকমারি ফুল হাতা টি-শার্ট। ইজিতে আরো থাকছে ফুল হাতা পলো টি-শার্ট হুডি, জ্যাকেট ব্লেজার। এছাড়া সোয়েটার, জিন্স, গ্যাবার্ডিন, , কোর্টসহ নানা ট্রেন্ডি পোশাক তো আছেই। ট্রেন্ডি পোশাক হলেও ইজি’র বৈশিষ্ট অনুযায়ী সব পোশাকই পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। ঢাকা’সহ সারাদেশে পাওয়া যাবে নান্দনিক সব বাহারি ডিজাইনের পোশাক। দেশের সব ইজি’র শোরুমে মিলছে শীতের এ বিশেষ আয়োজন।