অনলাইন ডেস্ক :
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা পা ভাঙলেন নবাগত চিত্রনায়িকা মাহা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে মাহা বলেন, ‘রোশান, মাসুদ রানা চরিত্রের রাসেল রানা ও আমি সিনেমাটির ৪৯ নাম্বার সিন করতে গিয়ে হুট করে পায়ে প্রচণ্ড আঘাত পাই। সঙ্গে সঙ্গে শুটিং ইউনিট আমাকে হাসপাতালে ভর্তি করে।
ডাক্তার জানিয়েছেন, পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে সময় লাগবে। এখন দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’ গত ২ এপ্রিল শুটিংয়ে অংশ নেন মাহা। দুর্ঘটনার পর গত ৯ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মাহা।
‘পাপ’ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।