বিনোদন ডেস্ক :
মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফাইভ স্টার মেস’। নির্মাতা সাগর জাহানের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাস আসাদ, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, অর্পনা ঘোষ, মুনিরা মিঠু, তৌসিফ মাহাবুব, নাঈম, তারিক স্বপণসহ অনেকে। নাটক প্রসঙ্গে নির্মাতা রুমান রুনি বলেন, মানুষের জীবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলো তুলে ধরা হয়েছে। অভিনেতা নাঈম বলেন, নাটকের গল্পটি মানুষের মনে দাগ কাটবে। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় ‘ফাইভ স্টার মেস’ প্রচার হবে আরটিভিতে।