শুরু হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’

শুরু হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’

অনলাইন ডেস্ক :

দেশের বর্তমান প্রজন্মের কাছে সারা বিশ্বে বাংলার বাউল সংগীতকে পৌঁছে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিক-এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে আবারও শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা ২০২২। মঙ্গলবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এই চতুর্থ আসরের।

সেখানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ অপারেশনস জনাব মালিক মো: সাঈদ সহ সংশ্লিষ্ট আরো বিশিষ্টজন। লোকসংগীত আবহমান বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এর আবেদন রয়েছে সমাজের সর্বস্তরে। লোকসংগীতের সুরের মূর্ছনায় জীবন্ত হয়ে উঠে বাংলার প্রকৃতি ও মানুষের আবেগ। ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়ার অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *