শুরু হতে যাচ্ছে অনন্যা সক্স এন্ড ইনার ইন্ডাট্রিজ

শুরু হতে যাচ্ছে অনন্যা সক্স এন্ড ইনার ইন্ডাট্রিজ

নিউজ ডেস্ক :

ঢাকা এর তেজগাও এলাকায় আকন গ্রুপ খুব তারাতারি শুরু করতে যাচ্ছে অনন্যা সক্স এন্ড ইনার ইন্ডাস্ট্রিজ লিঃ নামে একটি পোষাক তৈরি শিল্প প্রতিষ্ঠান। অত্যাধুনিক এই প্রতিষ্ঠানটি করা হয়েছে পরিবেশ সম্মত ও সুন্দর ডিজাইনের আঙ্গিকে। এই পোষাক তৈরি প্রতিষ্ঠানটিতে থাকবেনা কোন শিশুশ্রম। এখানে একই সাথে নিট, অভেন ও আন্ডারগার্মেন্টস তৈরি হবে।

এই গার্মেন্টস বিষয়ে জানতে চাইলে আকন গ্রুপ নির্বাহী আমাদের জানান,“আমরা চাই মানুষের কাজের জায়গাটা সুন্দর হোক এবং কর্মীরা তাদের কাজের জায়গাটাকে ভালবাসুক এবং কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করুক। তাই পরিবেশ সম্মত ভাবে যতটুকু পারা গেছে আমরা সুন্দর একটি পোষাক শিল্প কারখানা করার চেষ্টা করেছি। আর যেহেতু আমরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাই সব ধরনের আধুনিক মেশিন রেখেছি যাতে আমাদের বায়ারদের চাহিদাও পূরণ করা যায়। “এই পোশাক কারখানা ছাড়াও আকন গ্রুপ সামনে আনতে যাচ্ছে সেফ ফুড প্রডাক্ট , সেফ ফুড সুইট আরো বেশ কিছু পণ্য। তাছাড়াও বাংলাদেশে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এর মাধ্যমে আকন গ্রুপ তাদের গ্রাহকদের সেবা দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে। যেমন : আকন হলিডে এন্ড টুরিজম কন্সাল্টেনসি, আকন রাইস, আকন ফিসারিস এন্ড এগ্রো, থ্রেড এন্ড এক্সসরিস ইত্যাদি।

আকন গ্রুপ এর আসন্ন এই প্রতিষ্ঠান গুলো শুরু হলে আমরা আশা করি বাংলাদেশের অনেক বেকারদের নতুন কর্মসংস্থান তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *