অনলাইন ডেস্ক :
অভিনেতা শাহেদ শরীফ খান ও অভিনেত্রী শিরিন শিলা দুজনই নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেন। করোনাকালেও তারা অভিনয়ে নিয়মিত। অভিনয়ের এই ধারাবাহিকতায় কিছুদিন তারা দুজন চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘বীরাঙ্গনা ৭১’ নামের একটি সিনেমায়। যেটির শুটিংসহ ডাবিংয়ের কাজ শেষ করেছেন তারা।
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে শাহেদ বলেন, এর আগেও মির্জা সাখাওয়াৎ হোসেন ভাইয়ের পরিচালনায় অভিনয় করেছি। এই সিনেমাটি তিনি ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করেছেন।
এছাড়া এতে আমার সহশিল্পী শিলা একজন ভালো অভিনেত্রী, বেশ ভালো করেছে তার চরিত্রটি। আমি আশাবাদী আমাদের দুজনের অভিনয়ের রসায়ন দর্শকের ভালো লাগবে।
শিরীন শিলা বলেন, ডাবিং করার সময় অনেকটাই বোঝা যায় কেমন অভিনয় করেছি। আমার অভিনয় নিয়ে আমি পুরোপুরি তৃপ্ত নই, আরও ভালো করা যেত। তারপরও বীরাঙ্গনার চরিত্রে যতোটুকু অভিনয় করেছি তা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি।
কারণ মুক্তিযুদ্ধের সিনেমায় এবারই প্রথম আমি অভিনয় করেছি। এই সিনেমাতে নিজেকে বেশ ভাঙ্গতে হয়েছে আমাকে। পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। শাহেদ ভাইয়ের সঙ্গে এর আগে একটি নাটকে কাজ করা হয়েছিল। সিনেমাতে এবারই প্রথম তারসঙ্গে কাজ করলাম। তিনি সত্যিই ভীষণ সহযোগিতা পরায়ণ। সবকিছু মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।