শোবিজে তানিনের ১০ বছর!

শোবিজে তানিনের ১০ বছর!

নিউজ ডেস্ক :

তানিন সুবহা মিডিয়া ক্যারিয়ারে ১০ বছর পার করলেন। ১০ বছরে কাজ কাজ করেছেন অসংখ্য নাটকে, সিনেমা, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে। ২০১২ সালের ১ লা জানুয়ারিতে ক্লোজআপ ওয়ানের অডিশন মাধ্যমে মিডিয়া পা রাখেন এই অভিনেত্রী। পরে গান ছেড়ে অভিনয়ে মনোযোগী হন এই তিনি।

মুলত শোবিজে বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তানিন সুবাহ। এরপর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন। লক্ষ্য ছিল সিনেমা। ‘অবাস্তব ভালোবাসা’ নামে একটি সিনেমা দিয়ে লক্ষ্য পূরণও করেন। কিন্তু সেই সিনেমাটি মুক্তি পায়নি। কিন্তু হাল ছাড়েননি তানিন। ‘মাটির পরী’ নামে অন্য আরেকটি সিনেমা দিয়ে বড় পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন তানিন। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ভালো থেকো’ কাজ করছেন ‘প্রেমের বাঁধন’, ‘বীর মাতা’সহ আরও কয়েকটি সিনেমায়।

এ প্রসঙ্গে তানিন সুবাহ বলেন, এই ১০ বছরে কাজের ক্ষেত্রে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। পাশাপাশি কাজের ক্ষেত্রে অনেক বাঁধা অতিক্রম করে আজকে আমি একটা অবস্থান তৈরি করেছি। এখন মিডিয়ার সবার কাছে পরিচিত নাম তানিন সুবহা। সামনে আমার লক্ষ্য ভালো কিছু কাজ করে মিডিয়াতে নিজের অবস্থান আরো শক্ত করা। যারা আমাকে এ যায়গা আসতে পাশে ছিলেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনেও আমার পাশে থাকবেন। সবার কাছে আমি দোয়া চাই।

তানিন সুবহা বর্তমানে সিনেমা, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ, বিগ বাজেটের মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সামনে তার ৪টি সিনেমার কাজের কথা হয়েছে। কর্নফাম হলে সবাইকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *