শিমুল খান | অনলাইন ডেস্ক |
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’ শিরোনামে সিনেমা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে এটি। আজ (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিনেমাটির কলাকুশলী ছাড়াও ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও এসময় হাজির ছিলেন।
২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমা পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
‘শ্যামা কাব্য’ সিনেমায় কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। তা ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।