শ্রীদেবীর সঙ্গে অভিনয়ে অনীহা ছিল কেন আমির খানের

শ্রীদেবীর সঙ্গে অভিনয়ে অনীহা ছিল কেন আমির খানের

অনলাইন ডেস্ক :

আমির খান ১৯৮৮ সালে ‘কিয়ামত সে কিয়ামত তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন। তখনকার শীর্ষ নির্মাতারা তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিলেন এবং সুপারস্টার শ্রীদেবীর বিপরীতে তাকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন। এমনকি একটি সিনেমার জন্য তাদের ফটোশুটও হয়েছিল। তবে শেষ পর্যন্ত আমির নিজেই সিনেমাটি থেকে সরে আসেন।

প্রতিবেদন ও সাক্ষাৎকার অনুসারে, আমির খান মনে করেছিলেন যে শ্রীদেবীর সঙ্গে তার জুটি পর্দায় মানাবে না। বয়সের পার্থক্যের কারণে তিনি তার নিজস্ব পরিচিতি হারানোর আশঙ্কা করেছিলেন। তাই সে সময় তিনি কেবল নতুন ও উঠতি অভিনেত্রীদের সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন। তার পছন্দের তালিকায় ছিলেন মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, কারিশমা কাপুর ও রবীনা ট্যান্ডনের মতো অভিনেত্রীরা।

শ্রীদেবী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ আজও ধোঁয়াশায় রয়ে গেছে। আমিরের শ্রীদেবীর সঙ্গে কাজ না করার সেই সিদ্ধান্ত আজও বলিউডের আলোচিত বিষয়গুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *