অনলাইন ডেস্ক :
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার জন্য সহায়তা চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেয়া ইয়োহানি ডি’সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিও বার্তা ও পোস্টের মাধ্যমে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
ইয়োহিনি লিখেছেন, আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার সংগীতের ভক্তরা গানের বাইরেও আমাকে হৃদয়ের কিছু কথা বলার সুযোগ দেবেন। কয়েক সপ্তাহ যাবত আমি ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ শ্রীলঙ্কার স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট পার করছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি ভারত ও বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।