অনলাইন ডেস্ক :
ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। তারই একটি ‘শুধু তুমিময়’। এই নাটকে সংবাদ পাঠিকা রূপে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী। নাটকের দৃশ্য হলেও সাবিলার নতুন লুক দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে নাটকটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’। এমন ক্যাপশনে অনেকেই ভেবেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন সাবিলা। তবে তার সংবাদ উপস্থাপনা নাটকেই সীমাবদ্ধ।
‘শুধু তুমিময়’ নাটকটিতে সাবিলার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকেই।