সকাল বেলার ধনী রে তুই
সোহানুর রহমান (সোহান)
সকাল বেলার ধনী
রে তুই
সন্ধ্যা বেলার ভিখারী কেন রে
মন করো এতো বাহাদুরি!
সব কিছুই ছেড়ে এক দিন যাবে
তুমি চলে নশ্বর এ পৃথিবীতে আর
কিছুই রইবে না তোমার বলে।
টাকা, কড়ি সম্পতি কতই না ছিলো
তোমারই।
সব কিছু রেখেই আজ দিতে হল পর পাড়ে পারি,
সাথে নিয়ে যেতে পেরেছো কি?
মস্তবড় অট্টলিকা টাকা, কড়ি ঘর বাড়ি
এত কিছুর পরেও আজ কোথায়
তোর এত বাহাদুরি ;
এই দুনিয়ায় থাকতে আসি নাই
চির দিন যে,
এমন কিছু করতে হবে আহা মরি!
আসো সবাই এখনো আছে সময়
মনে প্রাণে খোদাকে
স্মরণ ও ভয় করি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com