সচেতনতামূলক বিজ্ঞাপনে নওবা তাহিয়া

সচেতনতামূলক বিজ্ঞাপনে নওবা তাহিয়া

অনলাইন ডেস্ক :

এবার সচেতনতামূলক একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন নির্মাতা সোহান রহমান। ফ্রেশ অনন্যা স্যানিটারি প্যাডের এই বিজ্ঞাপনেমডেল হয়েছেন ‘পুনর্মিলনে’ খ্যাত অভিনেত্রী নওবা তাহিয়া। এছাড়াও আরও মডেল হয়েছেন ইরফান রনি, স্বপ্না প্রমুখ। এরই মধ্যে বিজ্ঞাপনটি প্রচার শুরুহয়েছে এবং বেশ সাড়াও ফেলেছে।

এ প্রসঙ্গে নির্মাতা সোহান রহমান বলেন, ‘এটি একটি সচেনতনতামূলক প্রজেক্ট। যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে, পিরিয়ড কোনো লজ্জা নয় বরংচআমাদের চারপাশে ঘটে যাওয়া অন্যায়, অবিচার হোক আমাদের লজ্জা। এখানের প্রত্যেকেই বেশ ভালো করেছেন। প্রচারের পর প্রশংসাও পাচ্ছে। অনেকেইকাজটির জন্য ফোন করে সাধুবাদ জানাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *