অনলাইন ডেস্ক :
ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন, আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে তিনি এখনও নিজেকে ধরে রেখেছেন অভিনয়ে। নিয়মিত কাজ করে যাচ্ছেন। কাজের ফাঁকে সামাজিক মাধ্যমেও সক্রিয় এখন প্রভা।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রভা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’। তিনি আরও লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশির ভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনও এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি। যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্।’