অনলাইন ডেস্ক :
মা দিবসে নিজের সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সন্তানের উদ্দেশে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন তিনি। কাজল তার প্রথম সন্তানের নাম রেখেছেন নীল। রোববার (৮ মে) ইনস্টাগ্রামে ছেলের উদ্দেশে কাজল লিখেছেন, ‘যখন আমি তোর ছোট্ট হাত নিজের হাতে নিয়েছি, তোমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছি এবং সুন্দর চোখ দুটো দেখেছি, আমি সারাজনমের জন্য ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রথম সন্তান, প্রথম ছেলে, আমার প্রথম সবকিছু।’ কাজল আরও লিখেছেন, ‘সামনের বছরগুলোতে আমি তোমাকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু এরইমধ্যে তুমি আমাকে বহু কিছু শিখিয়েছো। মা হতে কী লাগে তা শিখিয়েছো, নিঃস্বার্থ হওয়া শিখিয়েছো। বিশুদ্ধ ভালোবাসা কী; তা শিখিয়েছো। শরীরের বাইরেও আমার হৃদয়ের একটা অংশ থাকতে পারে; সেটাও শিখিয়েছো। এই যাত্রা ভীতিকর মনে হয়েছে কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হলো, এই যাত্রা সুন্দর। আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। প্রথম এ সবকিছু শেখার সঙ্গী হওয়ায় তোমাকে ধন্যবাদ। অন্য কেউ এটা করতে পারতো না। সৃষ্টিকর্তা তোমাকে বেছেছেন, আমার ছোট্ট রাজপুত্র। তুমি আমার সূর্য, আমার চাঁদ, আমার আঁখিতারা। এটা কখনো ভুলো না।’