সফলতা সহজে আসে না, অর্জন করতে হয়: জান্নাতুল পিয়া

সফলতা সহজে আসে না, অর্জন করতে হয়: জান্নাতুল পিয়া

বিনোদন ডেস্ক :

শোবিজের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইতিমধ্যে সফলতার ছাপ রেখেছেন তিনি। শুধু দেশেই নয়, মডেল হিসেবে আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে তার। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদের মডেলও হয়েছেন পিয়া। পাশাপাশি অংশ নিয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টেও। এদিকে পিয়া ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। অন্যদিকে কয়েক মাস আগেই তিনি পুত্রসন্তানের মা হন। আপনি সব কিছুতেই সফল সফলতা অর্জন করেছেন এর কারণ কি? এমন প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, সফলতা সহজে আসে না, চেষ্টা-পরিশ্রম দিয়ে অর্জন করতে হয়। আমিও তাই করেছি। যে কেউ চাইলে করতে পারে। অধ্যাবসায় এক্ষেত্রে জরুরি। এখনকার ব্যস্ততা কি নিয়ে মূলত? উত্তরে এ মডেল-অভিনেত্রী বলেন, একসঙ্গে কয়েকটি ব্যবসা সামলাচ্ছি। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি। আর পছন্দসই কাজ হলেই শোবিজের কাজ করছি। এরমধ্যে কিছু ব্র্যান্ডের কাজ করেছি মডেল হিসেবে। সামনেও কিছু কাজ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *