অনলাইন ডেস্ক :
গত ঈদে প্রকাশ হওয়া অসংখ্য নাটক, টেলিছবি আর সিরিজের মধ্যে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছে মোশাররফ করিম ও ইন্তেখাব দিনারের ওয়েব সিরিজ ‘দৌড়’। এরমধ্যে সিরিজটি তাদের অতীতের সকল স্ট্রিমিং রেকর্ড অতিক্রম করার কথা জানিয়েছে হইচই কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ম্যানেজার-পিআর ফয়সাল মাহবুব জানিয়েছেন, প্রথম সাত দিনে ‘দৌড়’ পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙে ফেলেছে। হইচই বাংলাদেশের রিলিজ করা সিরিজগুলোর মধ্যে প্রথম সাত দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার স্ট্রিমিং করা সিরিজ এখন ‘দৌড়’। সিরিজটি রিলিজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা ‘দৌড়’ নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। মুভি আর সিরিজবিষয়ক গ্রুপ গুলোতে এসেছে প্রচুর ইতিবাচক রিভিউ। এর ব্যতিক্রম হয়নি তারকাদের ক্ষেত্রেও। বরেণ্য অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা তার ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন, ‘প্রথম সিজন শেষ। সিজন ২-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভালো লাগলো রায়হান খান।’